হট ভয়েস

এই বছর যারা HSC পরিক্ষা দিবে তাদের খুব উপকারী একটি এন্ড্রয়েড এপ্লিকেশন

এই বছর যারা HSC পরিক্ষা দিবে তাদের খুব উপকারী একটি এন্ড্রয়েড এপ্লিকেশন
অসসালামু আলাইকুম, কেমন আছেন ??
আশাকরি ভালোই আছেন।
 http://s.techtunes.com.bd/tDrive/tuner/naimimran/340040/university-75x75.png
আজ আপনাদের মাঝে এমন একটি এন্ড্রয়েড এপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিবো !! যেটা দিয়ে আপনি বাংলাদেশের সকল ইউনিভার্সিটি গুলোর ইনফর্মেশন খুব সহজেই পাবেন।
এক নজরে এপ্লিকেশনের ফিচার সমুহঃ
১। ভার্সিটি এডমিশনের ব্যাপারে কে কোন তথ্য
২। বিভিন্ন ভার্সিটির পরিক্ষার রেজাল্ট।
৩। জরুরী কোন নোটিশ।
৪। ভার্সিটির লোকেশন
অনেক স্টুডেন্ট ই আছে HSC পরিক্ষার পর চিন্তা করে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবো.... হঠাৎ করে তেমন কোন ভার্সিটির নাম ও জানে। এই এপ্লিকেশনের মধ্যে বাংলাদেশের সকল পাবলিক, প্রাইভেট, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলো এ্যাড করা হয়েছে এবং ন্যাশনাল, উন্মুক্ত ইউনিভার্সিটি এ্যাড করা হয়েছে।
এপ্লিকেশনটি বিনামূল্যে এখনা থেকে ডাউনলোড করা যাবে।

ফ্রিতে প্রোফেশনাল ওয়েবসাইট বানাতে হলে

আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন । আমি আপনাকে একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে সাইট সম্পর্কে অনেকেই জানেন কিন্তু সবাই ব্যবহার করেন না । এখান থেকে আপনি প্রোফেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে । এ সাইট আমি আরো ২ বছর আগে ব্যবহার করেছিলাম । মাঝখানে অনেক দিন চালাই নাই, কারণ আমার ইন্টারনেট কানেকশন ছিল না । যাই হোক, ইন্টারনেট নেয়ার পরে নতুন একটি অ্যাকাউন্ট খুললাম । এখন তারা তাদের ফিচার আরো বৃদ্ধি করেছে । তো চলুন, কথা না বাড়িয়ে আমি এ সাইটের কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করি ।
১। প্রথমেই এ সাইটে একটি একাউন্ট করুন Weebly
Weebly তে বানানো আমার সাইটটি দেখতে পারেনঃ All Nasheed Collection
২। আপনার ইমেইলে একটি ওয়েলকাম ম্যাসেজ যাবে ।
৩। এবার আপনার সাইট তৈরি করার পালা ।
৪। আপনি এখান থেকে ওয়েবসাইট, ব্লগ অথবা ই-কমার্স সাইট তৈরি করতে পারবেন ।
৫। সাইট তৈরি করার পরে এডিট অপশনে যান ।

৬। সেখান থেকে ড্রাগ এবং ড্রপ সিস্টেমে টুলসগুলো ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন ।
* সাইট যেভাবে এডিট করবেন ।

* ডিজাইন যেভাবে চেঞ্জ করবেন ।

* পেজ যেভাবে অ্যাড বা রিমোভ করবেন ।

* স্টোর পেজ যেভাবে অ্যাড করবেন ।

* সেটিং যেভাবে চেঞ্জ করবেন ।

* সর্বশেষে ওয়েবসাইট পাবলিশ করবেন ।

বিশেষ সুবিধাঃ
* এখানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে আপনার রেফারাল লিঙ্কে রেজিষ্টার করার জন্য বলতে পারেন । এতে করে তারা রেজিষ্টার করে ওয়েবসাইট পাবলিশ করলে তারা আপনাকে ওয়েবসাইট আপগ্রেড করার জন্য প্রতি রেফারালে $10 USD দিবে ।
আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না, লেখায় ভুল ত্রুটি হতেই পারে । আশা করি আপনারা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।


পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছিলঃ Technology in Bangla

সফটওয়্যার এবং কিজেন ডাউনলোড করতে হলে ভিজিট করুনঃ All Software & Crack Collection

আমার ইউটিউব চ্যানেলঃ Free Online Video Tutorial

এন্ড্রয়েড ডিভাইসে ক্যালিব্রেশন করে আপনার ব্যাটারির ক্ষমতা দিগুন করে নেন! (১০০% গ্যারান্টি চার্জ থাকবেই)

এন্ড্রয়েড ডিভাইসে ক্যালিব্রেশন করে আপনার ব্যাটারির ক্ষমতা দিগুন করে নেন! (১০০% গ্যারান্টি চার্জ থাকবেই)
সবাই কে সালাম জানিয়ে আমার আর একটি টিউন শুরু করছি!
আমাদের এন্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা একটু বেশি করতে হয়।
তবে এর থেকেও চিন্তার বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ব্যবহারকারীর এন্ড্রয়েড ফোনে চার্জ খুব কম থাকে।
এটি ব্যাটারি নষ্ট না হলেও ডিভাইসের সিস্টেম ত্রুটির কারোনেও হতে পারে।
আজ আমরা দেখবো কিভাবে এই ত্রুটি দুর করা যায়।
এন্ড্রয়েড ফোনে যাদের চার্জ কম থাকে কিংবা হুট করে ২০% থেকে চার্জ কমে ০% হয়ে যায় এমন সমস্যায় ভুগছেন তারা ব্যাটারি ক্যালিব্রেশন করে নিতে পারেন।
মূলত আমাদের ফোনের বিশেষ স্মার্ট সেন্সর থাকে যা নিয়ন্ত্রণ করে ব্যাটারি,
এর সাহায্য ব্যাটারির চার্জ কতটুকু আছে তা আপনাকে দেখায় ব্যাটারি।
কিন্তু এই প্রোগ্রামে যদি কোনও ত্রুটি থাকে তবে ডিভাইস আপনাকে সঠিক পরিসংখ্যান দেখাবেনা।
এক্ষেত্রে আপনাকে ব্যাটারি ক্ষমতা বাড়াতে ক্যালিব্রেশন করে নিতে হবে।
রুট করা সেটের ক্ষেত্রে বিভিন্ন আপ্লিকেশান দিয়ে আপনি ব্যাটারি ক্ষমতা বাড়াতে ক্যালিব্রেশন করে নিতে পারেন কিংবা সেট যদি রুট করা না থাকে তবে আপনার পক্ষে ক্যালিব্রেশন করতে কিছুটা সমস্যা হবে কিন্তু তাও সম্ভব।
আমরা আগে দেখবো রুট ডিভাইসে কিভাবে ব্যাটারি ক্যালিব্রেশন করবেন।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই Battery Calibration অ্যাপ নামিয়ে নিন, Download Link
এবার অ্যাপটি ইন্সটল শেষে আপনাকে ডিভাইসের চার্জ এক টানা ১০০% করে নিতে হবে।
ডিভাইসের চার্জ ১০০% দেখালে অ্যাপটি চালু করুন।
অ্যাপটি চালু করলে অ্যাপ সুপার ইউজার অনুমতি চাইবে। দিয়ে দিন।
এবার অ্যাপটি চালু অবস্থায় ব্যাটারি লেভেল ফুল (১০০%) আছে কিনা দেখুন।
যদি ১০০% থাকে তবে “ছালিব্রাতে / বাত্তেরি ছালিব্রাতিয়ন” অপশনে ক্লিক করুন।
এবার সেট বন্ধ করুন এবং চার্জে লাগান।
চার্জ লাগানো অবস্থায় ১০০% হলে ১ ঘন্টা রেখে দিন চার্জে দিয়েই। এর পর সেট অন করুন।
কাজ শেষ!
এবার আসি যাদের ডিভাইস রুতেড না তারা কি করবেন! হ্যা আপনার ডিভাইস রুট করা না থাকলেও আপনি চাইলেই ম্যানুয়ালি উপায়ে ক্যালিব্রেশন করতে পারেন।
তবে এটা কিছুটা সময় সাপেক্ষ।
নিচের ধাপ সমূহ অনুসরণ করুন।
১। ডিভাইস চালু করে (১০০%) হওয়া পর্যন্ত চার্জ দিন এবং ১০০% হলে টানা এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন
২।
এবার ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করে সাথে সাথে পাওয়ার অফ করে দিন
৩।
আবার ডিভাইস বন্ধ অবস্থায় এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন
৪।
চার্জার যুক্ত অবস্থায় ডিভাইস পাওয়ার অন বা চালু করুন এবং আবার এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন
৫। ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করে সাথে সাথে পাওয়ার অফ বা বন্ধ করুন পুনরায়,
ডিভাইস বন্ধ অবস্থায় এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন
৬।এখন ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করে সাধারন ভাবে ব্যাবহার করুন যতক্ষণ না ব্যাটারি সম্পূর্ণ শেষ হচ্ছে।
চার্জ ০% হলে আবার এক টানা ১০০% চার্জ দিয়ে দিন।
৮। কাজ শেষ! এবার অপারেটিং সিস্টেম ডিভাইসের ব্যাটারির সম্পর্কে একটা ভালো ধারনা পাবে, ডিভাইসে প্রোগ্রাম সম্পর্কিত সমস্যা দুর হবে।
হুট করে আর চার্জ ডাউন হয়ে যাবেনা।
টিউমেন্ট করে জানান আপনার প্রয়োজনীয় কোন বিষয়ে জানতে চান।
কোনো সমস্যা বা বুঝতে না পারলে আমাকে ফেসবুক এ পাবেন>> আমার ফেসবুক আইডি

আপনার এন্ড্রয়েড মোবাইলে বাংলায় সময় বলে দিবে(কম্পিউটারের মত)

আপনার এন্ড্রয়েড মোবাইলে বাংলায় সময় বলে দিবে(কম্পিউটারের মত)
আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন ? আসা করি মহান আল্লাহর রহমতে ভাল আছেন ।
আপনার কম্পিউটারে বাংলায় সময় বলার জন্য ঘড়ি আছে কিন্তু আপনার এন্ড্রয়েড মোবাইলের জন্য বাংলায় সময় বলার জন্য কোন ঘড়ি এতদিন ছিল না । এরকম একটি এ্যাপলিকেশন খুজছিলাম ইংরেজি বা অন্য ভাষার জন্য ছিল বাংলায় পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম । এটা কম্পিউটারের মত আপনার সময় দেওয়া অনুযায়ী পনের মিনিট, ত্রিশ মিনিট, এক ঘন্টা পর পর মেয়ে কণ্ঠে বাংলায় সময় বলে দিবে ।

Bangla Speaking Clock এই Apps টি ডাউনলোড করুন Google Play থেকে আর যদি না পারেন তাহলে এখান থেকে ডাউনলোড করুন ।
আল্লাহ হাফেজ ।

এন্ড্রুএড ব্যবহার কারিরা নিয়ে নিন ঝামেলা বিহিন কল রেকডর মাত্র ৭০০ কেবি

এন্ড্রুএড ব্যবহার কারিরা নিয়ে নিন ঝামেলা বিহিন কল রেকডর মাত্র ৭০০ কেবি
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশাকরি ভালো আছেন আজ আমি এমন একটি এন্ড্রুএড এর কল রেকডর সেয়ার করব যেটা অনন্য কল রেকড এর চাইতে ভিন্ন  এক নজরে দেখে নিন এর বিশিষ্ট

কল রেকডর এর বিশিষ্ট
1.এই এপ টি এপ মেনু থেকে হাইড হয়ে থাকবে
2.এটি Android/data/callrecoder এর মধ্য আপনার রেকড কৃত ফাইল গুলো পাবেন 
3.এটি কোন বিপ সাউন্ড করবে না
4.টির সাইজ একেবারেই কম
এপ টি এখান থেকে ডাউনলড করুন
সব মিলিয়ে এপ টি আমার কাছে অনেক ভাল লেগেছে আশা করি আপনাদেরও ভাল লাগবে :-)

পিসি’র মতো মাউস পয়েন্টার ব্যবহার করতে চান অ্যান্ড্রয়েডে? দেখে নিন কিভাবে!!

অ্যান্ড্রয়েডে এবার ব্যবহার করুন কম্পিউটারের মতো কিবোর্ড। সচরাচর আমরা কম্পিউটারে মাউস ব্যবহার করি পয়েন্টারকে নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু, অ্যান্ড্রয়েডেও তেমনটিই হবে তবে একটু ভিন্ন। অ্যান্ড্রয়েডে এই সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র একটি ব্রাউজারে যা’তে এই সুবিধাটি ছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা। কি আছে এই Puffin Browser-এ নিম্নরুপ:--
1. ব্রাউজ করা সাইটগুলো সুসজ্জিত Tab- এ দেখাবে হোমস্ক্রিনে,
2. চমৎকার Menu-র রাখা হয়েছে,
 
 
 
3. আছে add-ons এর ব্যবস্থাও,
 
 
 
4. ডিসকানেক্ট হয়ে গেলে রিকানেক্টের জন্য আছে ‘Reconnect server’ অপশন, কানেকশন স্পীড দেখার জন্য আছে Speed bar- এর ব্যবস্থা,
 
 
 
5. আর সবচেয়ে মজার একটি জিনিস যা Laptop- এ থাকে Mouse Pad যা দিয়ে পয়েন্টারকে নির্দেশনা দেওয়া যাবে,
 
 

আমাদের সাথেই থাকুন!!

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন!

পাওয়ার বাটনে কোনরূপ স্পর্শ ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোন হাতে নিলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে

পাওয়ার বাটনে কোনরূপ স্পর্শ ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোন হাতে নিলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে
সবাইকে সালাম ও শুভেচ্ছা। এবং আমার প্রকাশিত ১ম পোস্টে স্বাগতম।
হ্যাঁ, এখন থেকে বার বার আপনার এন্ড্রয়েড ফোনের ডিসপ্লে চালু করার জন্য পাওয়ার বাটন প্রেস করতে হবে না, শুধুমাত্র পকেট থেকে ফোন বের করলে কিংবা কোন সমতল স্থান থেকে ফোন তুললেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে ! বার বার পাওয়ার বাটন চাপাটা যেমন বিরক্তিকর কাজ; তেমনি এর ফলে পাওয়ার বাটন ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে । সেই জন্যই এই ব্যবস্থা ! তবে এ ধরণের আরও কিছু সিস্টেম আছে, যেগুলো পরবর্তীতে সময় পেলে শেয়ার করবো...
এটি কিভাবে কাজ করে?
এ জন্য আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান Awesome On Off Ultimate ব্যবহার করতে হবে । এটি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে কাজ করে কাজ করে । একটি নির্দিষ্ট কোণে আপনার ফোনটিকে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন করে দেয় । তবে মজার বিষয় হল, এটি চার্জের ওপর লক্ষণীয় কোন প্রভাব ফেলে না বললেই চলে । আর অ্যাপটি ইন্সটল করে নিজের প্রয়োজনমত সেটিং করে নিতে পারলে ব্যবহার করে অবশ্যই মজা পাবেন ।
Free Download Awesome On Off Ultimate
এই অ্যাপটি ফ্রি নয় । Play Store থেকে এটি নামাতে হলে আপনাকে 2.23$ পরিশোধ করতে হবে । তবে আমি এটি আপনাদের দিচ্ছি একদম ফ্রিতে, তাও আবার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক সহ ! সাইজঃ ৪৫০ কিলোবাইট !
ডাউনলোড করুন http://bit.ly/asmonoff

সব অপারেটর 2g & 3g Data Pack এবং সকল অপারেটর Info কোন ইন্টারনেট ছাড়াই শুধু মাত্র একটি App দিয়ে। For androaid>>>

সব অপারেটর 2g & 3g Data Pack এবং সকল অপারেটর Info কোন ইন্টারনেট ছাড়াই শুধু মাত্র একটি App দিয়ে। For androaid>>>

প্রিয় বন্ধুরা,

Android Mobile -রে খুবই প্রয়োজনীয় একটি সম্পূর্ণ বাংলা App আপনারা যারা বিভিন্ন ধরনের সীম ব্যবহার করেন কিন্তু কোন ইন্টারনেট প্যাক অথবা অন্য কোন প্রকার সাহায্য জন্য কাস্টমার কেয়ার কল করেন তাদের জন্য এই App বিরাট কার্যকর।

আপনি এই App দিযে যে সুবিধা ভোগ করবেন:

Banglalink, Grameenphone, Robi, Teletalk, Airtel




Balance Inquiry, (check),
Remaining Internet balance (check),
Internet Balance/validity(for *PAYG),
Internet Balance/validity (except*PAYG)  ডালাল অটোমেটিক শুধু Data Plan এ (Get) চাপ দিলে হবে আপনাকে সম্পন্ন্ ডায়ায় আপ দেখাবে।  2g এবং 3g Services নামে একটি Services থাকবে যার মাধ্যমে আপনি 3g activate এবং এবং আপনার এলাকায় 3g আছে কি না তা জানতে পারবেন। আরো একটি অবশন থাকবে যেখানে আপনার Emergency Balance, আপনার নম্বর, IMEI নম্বর সহ আরো অনেক কিছু পাবেন। শুধু মাত্র একটি মাত্র App দিয়ে।

এখানে ক্লিক করে https://play.google.com/store/apps/details?id=com.walton.internetdataplan করুন

এবং Google Play Store সাক্স বক্সে লিখুন : BD  Data Plan

আশা করি আপনার অনেক উপকারে আসবে।
সবাইকে ধন্যবাদ

জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম!

জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম!
স্বার্থ! ব্যবসায় স্বার্থ হল মেইন জিনিস। স্বার্থ ত্যাগ করলে, ব্যবসায় মার নিশ্চিত। গ্রামীণফোনও শেষ মেশ সেই কেরামতিও দেখাল। আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কত কিনা ছলনা করতে হয়। আজকে আমরা অনেক আগেই আপনাদের কাছে ফেসবুক বন্ধের ব্রেকিং নিউজ দিয়েছি। ব্রেকিং নিউজঃ গ্রামীণফোনে ফ্রী ফেসবুক বন্ধ ঘোষণা!!! এখানে দেখতে পারেন। :)
এই নোটিশ ১ সপ্তাহ আগেই জানা গিয়েছিল। কিন্তু অফিশিয়াল ঘোষণা না আসায়, আমরা কোথাও ছাপাতে পারি নাই। আজকে সকালে ঘোষণা দেয় তাদের অফিশিয়াল সাইট থেকে।  আমরা আগেই বুঝতে পেরেছিলাম, সারা জীবনতো আর ফেসবুক ফ্রী দেবে না... অবশ্যই ডাল মে কুছ কালা হেয়! :P সেই কালা ধরা পড়লো একমাস পর! সেই ১৫ সেপ্টেম্বর চালু করছিল, আজ ১৫ অক্টোবর তা বন্ধ হয়ে গেল। আসলে এই এক মাস ফ্রী দেওয়ার পিছনে ছিল তাদের মহৎ এক উদ্দেশ্য! সেই একই উদ্দেশ্য যখন বাংলালিংক ১০ দিন আগে চালু করেছিল, তখন সবাই গর্বের সাথে বলেছিল- এর চেয়ে গ্রামীণফোনের ফ্রী ফেসবুক উত্তম! তারা না কি নিঃস্বার্থ ভালবাসা প্রদান করে! :P
যাই হোক, এখন আলোচনা করবো তাদের সেই মহৎ উদ্দেশ্য ও নিঃস্বার্থ ভালবাসার আদি-অন্ত নিয়ে। চলুন আজকের বিস্তারিত জেনে আসি। আশা করি কষ্ট লাঘব হবে। :(

 ফ্রী ফেসবুক পেতে বিস্তারিতঃ

উপরের ইয়া বড় নোটিশ হতে বুঝতেই পারছেন, তাদের আসল মতলব। আমাদের কি করা! তাদের পাঁচ কোটি গ্রাহক হইছে। তাই তাদের সুখের দিনে সাধারণ মানুষকে একটু শক দিলো আর কি! এখন আসেন, জেনে নিন কিভাবে সারাদিন ফেসবুকের মজা লুটবেন। এখানে তারা দুটা রাস্তা খোলা ছেড়ে দিয়েছে। আমরা দুটা রাস্তা বর্ণনা করলাম।

প্রথমে *৫০০*০০# dail করেন।তারপর *৫০০*৮০# dail করে ২ টাকা দিয়ে ৪ এম্বি নিবেন তাহলে এম্বি এর মেয়াদ ১ মাস বারবে ।তাহলে আপনি ১ মাস ফ্রি ফেইসবুক চালাতে পারবেন। তারপর নিচের যে কোন একটা pakage active করেন।

৯এমবি প্যাকে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক

  • এই প্যাক কিনলে আপনি ফ্রী নন-স্টপ ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ ফ্রী ফেসবুকের সাথে ৯ এমবি ফ্রী পাবেন।
  • প্যাকেজের মেয়াদ মোট ৩ দিন।
  • যত দিন মেয়াদ থাকবে, তত দিন মাগনা ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ অ্যাক্টিভ করতে ডায়াল করুন, *500*10#
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • ১৫% ভ্যাট প্রযোজ্য! FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।

১৫ টাকার ইন্টারনেট স্ক্রাচ কার্ডে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক!

  • এই প্যাক হল, ইন্টারনেট স্ক্রাচ কার্ড ভিত্তিক, যাতে নন-স্টপ ফ্রী ফেসবুক।
  • দোকান থেকে ১৫ টাকা দিয়ে কিনে, ঘসে অ্যাক্টিভ করুন।
  • ফ্রী ফেসবুকের পাশাপাশি ১৫ এমবি ফ্রী ইন্টারনেট পাবেন।
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • এটির মেয়াদ মোটে ৩ দিন। FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।
  • যত দিন স্ক্রাচ ঘসবেন আর মেয়াদ থাকবে তত দিন ফ্রী ফেসবুক।

এন্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালদের মত ফটোগ্রাফি করতে, আপনাকে যাদের সাথে চলতে হবে।

এন্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালদের মত ফটোগ্রাফি করতে, আপনাকে যাদের সাথে চলতে হবে।

আসসালামু আলাইকুম।
আশা করি, আল্লাহর অশেষ রহমতে আপনারা ভাল আছেন।  টেকটিউনস পড়ি কয়েক বছর থেকেই।  নিবন্ধন করা ছিল না।  যখন প্রয়োজন অনুভব করলাম তখন পাই নাই। টেকটিউনস কর্তৃপক্ষকে ধন্যবাদ, নতুন নিবন্ধনের সুযোগ করে দেয়ার জন্য।
এটা আমার প্রথম টিউন, সুতরাং ভুল হলে ক্ষমার দৃষ্টির সহিত দেখবেন (আশাবাদী)।
অনেক কথা শুনাইলাম মনে হয়।  এবার আসেন বকবক করি।
চাইনিজ কোম্পানির অবদানে হোক আর বিরাট কোন নামকরা কোম্পানির অবদানে হোক, এন্ড্রয়েড ডিভাইস এখন প্রায় হাতে হাতে। আমরা কেনার সময় ফিচার চার্টে তাকানোর শুরুতেই চোখ রাখি "কত মেগাপিক্সেল ক্যামেরা "। দেখে কেনা ভাল।
কিন্তু শুধুমাত্র ক্যামেরা ভাল হলেই কি  হল?
নাহ, সাথে এডিটিং এর একটা ব্যাপার (স্যাপার)  থেকেই যায়। অনেকে বলবেন পিসি আছে।
আমি বলি আর কার কার আছে?
না হয় আছে, এন্ড্রয়েড কি খুব পিছিয়ে?  অনেক  এপস আছে এডিটিং করার জন্য।  এখন দরকার শুধু পরচর্চা বা অভিজ্ঞতার।
অনেক টিউন দেখেছি পিসির ফটোশপ নিয়ে, কিন্তু এন্ড্রয়েড নিয়ে কেউ আসেনি।  অনেকেই এপস শেয়ার করেছেন কিন্তু ব্যাবহার বিধি কেউ বলে নি।
কি ভাবতেছেন?  "বাছা কি কয় "
আমি ঠিক কথাই বলি। এখন টেকটিউনস এর ভিজিটরদের অধিকাংশই এন্ড্রয়েড ব্যাবহার কারী।।
আমি আজকে শুধু কয়েকটা এপস এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই।  চিনে নিবেন দয়া করে...।
আগের চেনা থাকলেও আজকে একটু আলাদা ভাবে চিনে নেবেন।
আগামীতে টিউটোরিয়াল নিয়া হাজির হব ইনশাআল্লাহ।
বকবক শেষ।
1.Snapseed

ছবি এডিটিং করতে গেলে সবার আগে আমরা Brightness,contrast, saturation ইত্যাদি অন্যান্য আলো সংক্রান্ত যায়গায় হাত দেই। তারপর অন্য কিছু। যেমনঃ Effect,Len's flare, HDR effect ইত্যাদি। তার জন্য আমরা এই এপস ইউজ করবো। আমার মনে হয় না এর মত ভাল ফলাফল দিতে পারে এমন দিত্বীয় এপস পাওয়া যাবে..। আমি এর প্রেমে পরে গেছি..।। তাছাড়া এটায় ইফেক্ট দেওয়ার সুবিধাও আছে..।



 Download link একদম শেষে (তাই বলে টিউন পড়া বাদ দিয়েন না)
2.PicsArt
PicsArt
এটা আরো অস্থির একটা জিনিস...।
এরও অনেক ইফেক্ট দেয়া সুবিধা আছে।
ভাললাগে যখন কাস্টম টেক্সট দিয়ে লিখি। Paint করতে করতে মজার একটা জিনিস হয়ে যায়। Lens flare গুলা আরো ভাল লাগে... সাথে Clips Art গুলা এবং নিজে বানানোর প্রকিয়াটা।
টেক্সটে ছবি দেয়া যায়...। এটাকে আমি "A Complete Photoshop " বলি ..। খারাপ লাগে যখন Layer option পাই না। কি হইছে তাই? মজাই মজা। আমার টিউনের সব টেক্সট ইফেক্ট PicsArt দিয়ে করা।
Picsart




(Download link শেষে (("-"))
3. Adobe photoshop Touch
Adobe photoshop
সমস্যা নাই।। আমরা এইটা দিয়া layer এর কাজ সম্পন্ন করবো..।
এর কথা আর কি বলবো??????
আমি চাইনা Adobe কোম্পানিরে আপমান করতি✔ তালি পরে অরফাদ হইয়া যাবে.।।
যেখানে Adobe একটা বিশাল কিছু সেখানে এন্ড্রয়েড এর বেলায় তাদের পিচ্চি একটা ফটোশপ।। দুঃখ আর দুঃখ লাগে।।
Adobe




এই হল আজকের পরিচিতি। এপস গুলা ডাউনলোড দিয়া রাখেন।।।।
এন্ড্রয়েড ফটো এডিটিং (APE) Coming Soon......

ওহ্! ডাউনলোড লিঙ্কই তো দিনাই...।।।
((*_*))
ইজে ন্যান http://upfile.mobi/633852

কি ভাবেন ভুয়া?
না,ডাউনলোড করেন> ইন্সটল করেন> Data connection অন করেন> সার্চ বক্সে এপসএর নাম লিখেন. ডাউনলোড কইরালান!
এখানে গুগল প্লের সব এপ পাওয়া যায়।
এই জন্যে একে গুগল প্লে থেকে ব্যান করা হইছে।। কি মজা।
আফনেগো সমস্যা :
1.
2.
3.
5.
10.
.....
আমার সমাধান : টিউটমেন্ট করুন।
খুব দরকার হলে ফেসবুকে টোক্কা দ্যান।
FB/letzzs
আবারো মাফ চাচ্ছি।
Designed by MD Nazmul islam

Powered by Blogger